এখনো পুড়ছে সুন্দরবন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ এএম, ২৩ মার্চ ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির বনের আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পানির স্বল্পতা ও আলোকস্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণের কাজ স্থগিত করে ফায়ার সার্ভিস।
শনিবার (২২ মার্চ) সকালে ট্যাপার বিলে ধোঁয়া দেখতে পান পাশের বাসিন্দারা। পরে বন বিভাগ ও স্থানীয়রা একসঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন। বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে কাছাকাছি জলাশয় না থাকায় পানি ছিটাতে পারেনি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বলছে, পানির উৎসস্থল প্রায় তিন কিলোমিটার দূরে হওয়ায় আগুন নেভাতে সময় লাগছে। আগুন বনের নিচের দিকে রয়েছে, ওপরের দিকে ছড়ায়নি।
স্থানীয়দের ভাষ্য, বনাঞ্চলে ধোঁয়ার কুণ্ডলী দেখার পর বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বন বিভাগের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবকসহ শত শত বাসিন্দা আগুন নেভানোর কাজে যোগ দেন। আগুন যেন আর ছড়াতে না পারে, সে জন্য বনের মাটির ওপর জমা হওয়া শুকনো লতাপাতা সরিয়ে নালা (ফায়ার লাইন) তৈরি করছেন। তবে কাছাকাছি নদী-খাল বা জলাশয় না থাকায় গতকাল (শনিবার) পানি ছিটানো শুরু করা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আবতাদ-ই-আলম জানান, সুন্দরবনের ভোলা নদী থেকে ঘটনাস্থল প্রায় তিন কিলোমিটার দূরে। দুর্গম ও জটিল এলাকা হওয়ায় আমাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে রোববার থেকে নতুন উদ্যমে অভিযান শুরু করব।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম শনিবার বলেন, আতঙ্কের কোনো কারণ নেই। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি এবং ফায়ার লাইন কাটা হয়েছে। ঘটনাস্থল থেকে ভোলা নদী ৩ কিলোমিটার দূরে থাকায় ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। তবে আশা করা যাচ্ছে, খুব দ্রুত সার্ভিস কাজ শুরু করতে পারবে।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে অসাবধানতাবশত জেলে, বাওয়ালী বা মৌয়ালদের ফেলে দেওয়া বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. লায়ন ফরিদ বলেন, সুন্দরবন রেঞ্জের আশপাশের এলাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ কারণে এই শুষ্ক মৌসুমে কঠোর নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি বনসংলগ্ন এলাকার বাসিন্দাদেরও সতর্কতা বাড়াতে হবে।
উল্লেখ্য, সুন্দরবনে গত ২২ বছরে ২৫ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সবগুলোই ঘটেছে পূর্ব সুন্দরবন এলাকায়। তদন্ত প্রতিবেদন বলছে, বেশির ভাগ আগুন লেগেছে জেলে-মৌয়ালদের অসাবধানতায়। যদিও এ নিয়ে বনজীবীদের দ্বিমত আছে।
- ফরিদপুরে লালমির বাম্পার ফলনে খুশি চাষিরা
- সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন
- ঝটপট বানিয়ে নিন সুস্বাদু আচারি ছোলা
- ঈদে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
- গাজায় নিহত ৫০ হাজার ছাড়াল, ১৭ হাজারই শিশু
- ঈদ কেনাকাটা: মধ্য ও নিম্নবিত্তদের ভরসা ফুটপাতের দোকান
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শবনম ফারিয়াকে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন সেই যুবক
- সুন্দরবনে নতুন এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে
- ধর্ষকদের বিরুদ্ধে সরকারের কঠোরতর ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ
- দুই আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন
- একাত্তরের কালরাত স্মরণে মঙ্গলবার ‘ব্ল্যাকআউট’
- ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু
- ঢাকায় স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার শুরু ৯ এপ্রিল
- ইফতারে ঘরে তৈরি করতে পারেন হালিম
- সবজিতে স্বস্তি, তেল-চালের বাজার চড়া
- কোচ বাটলারকে নিয়ে সাবিনাদের যত অভিযোগ
- একাই ৪ স্বর্ণ জয় করলেন নরসিংদীর উর্মি
- নারী ফুটবল ম্যাচ আয়োজনে বাধা: বাফুফের প্রতিবাদ
- হাসপাতাল থেকে আজ বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া
- শনিবার থেকে শীত আরও বাড়বে
- দুর্ঘটনায় সালমানের বোনের হাড়গোড় ভেঙে চুরমার
- অমর একুশে বইমেলা: অতীত থেকে বর্তমান
- ‘উইমেন ফর উইমেন,এ রিসার্চ এন্ড স্টাডি গ্রুপ’এর বার্ষিক সভা
- জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ জুনিয়র টাইগ্রেসদের
- বইমেলায় আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’
- চালের বাজারে অস্থিরতা
- রবি ঠাকুরের ‘নতুন বৌঠান’ এবং প্রসঙ্গ কথা
- হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু টাইগ্রেসদের
- মিষ্টি আলুর হালুয়া রেসিপি